ইসরায়েলের তীব্র হামলার জেরে গাজা সিটির আল হেলৌ আন্তর্জাতিক হাসপাতাল থেকে সরিয়ে নেয়ার সময় প্রাণ হারিয়েছে এক নবজাতক।
ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে, তিন নবজাতককে ইতোমধ্যেই হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে একজনকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে, যা দেখাচ্ছে যে প্রায় দুই বছর আগে শুরু হওয়া ইসরায়েল-গাজা যুদ্ধে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শিশু প্রতিবন্ধী ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, প্রায় ২৫ শতাংশ আক্রান্ত শিশু তীব্র মানসিক যন্ত্রণায় রয়েছে। ইসরায়েলি হামলার কারণে ৫,০০০-এরও বেশি শিশু আঘাতপ্রাপ্ত হয়ে অঙ্গহানির শিকার হয়েছে।
সূত্র: আল জাজিরা।
/এআই