সুমুদ ফ্লোটিলার নৌযান ও এর আরোহীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী। ছবি: বিবিসি।
গাজা অভিমুখে যাত্রা করে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন।
ইন্টারন্যাশনাল কমিটি ‘টু ব্রেক দ্য সিজ অব গাজা’ শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।
বিবৃতিতে বলা হয়, আটক করার প্রতিবাদে ফ্লোটিলা জাহাজের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা দিয়েছেন।
গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৫০টি নৌযান গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল। এসব জাহাজে অধিকারকর্মীসহ প্রায় ৪৪টি দেশের সাড়ে চারশ প্রতিনিধি ছিলেন।
ইসরায়েল এই মিশনের সবগুলো জাহাজ আটকের পাশাপাশি এসব জাহাজে থাকা ব্যক্তিদেরও আটক করে। এর মধ্যে সবগুলো জাহাজই আটক করা হয় আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকে।
/এমএন