মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কিছু প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে। একটি নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও সম্মতি দিয়েছে তারা।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পের গাজা প্রস্তাবের শর্ত অনুযায়ী তারা সব ইসরায়েলি জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দিতে রাজি। একই সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য তারা অবিলম্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতেও প্রস্তুত সংগঠনটি।
তবে নিরস্ত্রীকরণের মতো জটিল ইস্যুতে তারা এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি এবং আরও আলোচনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।
এ ছাড়াও, গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়েও হামাস আরও আলোচনা করতে চায়।
প্রসঙ্গত, ট্রাম্পের পরিকল্পনায় রয়েছে—অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা সব জিম্মিকে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে মুক্তি, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা।
/এসআইএন