Swadhin News Logo
শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজীপুরে অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
গাজীপুরে অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরে অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজ থেকে তিন রাউন্ড গুলি, অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, আন্তঃদেশীয় অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভারত থেকে সীমান্তপথে অস্ত্র দেশে ঢুকছে। তারাই এই চক্রের সদস্য।

গ্রেফতারকৃতরা হলেন- ইমরান হোসেন (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান ইমন (২৩), শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও মোজাম্মেল হাসান রোমান (২২)। তারা অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

পুলিশ আরও জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা শ্রীপুরের ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনজনের তথ্য উপর ভিত্তি করে গাজীপুরের শ্রীপুর কাওরাইদ এলাকা থেকে  গুলি, অন্ত্রসহ আরও বাকি ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্রগুলি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানায় পুলিশ।

/এএস

সর্বশেষ - আন্তর্জাতিক