প্রতিদিনই হুমকির বন্যা বইয়ে দেয় যুক্তরাষ্ট্র— এমন মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
রাজধানী কারাকাসে রাষ্ট্রদূত ও আঞ্চলিক মিত্র দেশগুলোর নেতাদের সাথে এক সম্মেলনে এ কথা বলেন তিনি। তবে ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নৌ-হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মাদুরো।
নিকোলাস মাদুরো বলেন, প্রতিদিনই ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। উত্তরের শ্রেষ্ঠত্ববাদীরা প্রতিদিনই হুমকির বন্যা বইয়ে দিচ্ছে। তবে আমি মনে করি মার্কিন জনগণ বুঝদার। তারা বুঝে গেছে, ভেনেজুয়েলার সরকার পতনের উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। তবে সব বাধার মাঝেই মাথা উঁচু করে টিকে থাকার প্রতিজ্ঞা নেন মাদুরো।
এর আগে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন রুখতে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন বলে জানিয়েছিলেন।
টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছিলেন, এই মুহূর্ত থেকে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায়, তাহলে জনগণের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করবো।
এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, মাদুরো ইতিমধ্যে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা তাকে বিশেষ ক্ষমতা প্রদান করে। এর মাধ্যমে তিনি দেশের পুরো সেনাবাহিনী মোতায়েন করতে পারবেন এবং সামরিক বাহিনীকে জনসেবা খাত ও তেলশিল্প নিয়ন্ত্রণের অধিকার দেয়া হবে। ডিক্রির মেয়াদ হবে ৯০ দিন, যা প্রয়োজন অনুযায়ী আরও ৯০ দিন বাড়ানো সম্ভব।
/এএইচএম