নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য কক্সবাজার পরিচিত পুরো পৃথিবীজুড়ে। বাংলাদেশের এই পর্যটন নগরীতে প্রতিদিন ভিড় জমায় হাজারো দেশি-বিদেশি পর্যটক। তবে পর্যটন সম্ভাবনার দিক থেকে যেমন পরিচিতি রয়েছে, বাস্তব চিত্র তেমন আশাব্যঞ্জক নয়।
পর্যটকদের অভিযোগ— সৌন্দর্যের শীর্ষে থাকা এই সৈকতে নেই কোনো ব্যতিক্রমী উদ্যোগ বা আধুনিক পর্যটন সুবিধা। বরং প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হয় যানজট, প্রতারণা ও নিরাপত্তাহীনতার কারণে।
শহরের রাস্তায় তাকালে দেখা যায় টমটম ও মিনি-বাইকের অন্তহীন সারি। স্থানীয়দের দাবি, এই অতিরিক্ত টমটম ও মিনি-অটোই কক্সবাজারের যানজটের মূল কারণ। ফলে সৈকতে যাওয়া কিংবা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রা করা প্রায়ই পরিণত হয় দুর্ভোগে।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “এখন কক্সবাজারে টমটমের চেয়ে বেশি কিছু দেখা যায় না। সকাল-বিকেল সবসময় জ্যাম লেগেই থাকে। এতে পর্যটকরা বিরক্ত হয়ে যায়।”
পর্যটকরাও জানান, রাস্তায় টমটম ও অটোর পাশাপাশি পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এছাড়া প্রতারণা চক্রের সক্রিয়তা, বালিয়াড়ি দখল, ও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও তাদের ভ্রমণ অভিজ্ঞতা নষ্ট করছে।
বিশেষজ্ঞদের মতে, কক্সবাজারকে সত্যিকারের “পর্যটন নগরী” হিসেবে গড়ে তুলতে হলে অবিলম্বে আধুনিক নগর পরিকল্পনা, নিরাপদ পরিবহন ব্যবস্থা ও কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হবে।
স্থানীয়দের প্রশ্ন, “কবে হবে কক্সবাজার আধুনিক ও গ্রহণযোগ্য পর্যটন নগরী?”