ইউক্রেনের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। টার্গেট এলাকায় প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন ছুঁড়েছে রুশ বাহিনী।
এ অভিযান খারকিভ ও পোলতভা অঞ্চলে চালানো হয়। এছাড়াও দোনবাসেও ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় শহর সামিতেও একটি রেলস্টেশনে ড্রোন ছোড়ে রুশবহর। এতে, আগুন ধরে যায় যাত্রীবাহী ট্রেনে। হতাহত হয় কমপক্ষে ৩০ জন।
এ ঘটনায় রাশিয়াকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট বানাচ্ছে- এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।
এছাড়াও জাপোরিঝিয়ার ১০টি স্থানে হামলা চালিয়েছে মস্কো। অবশ্য কিয়েভের দাবি- রাশিয়ার ছোড়া বেশিরভাগ ড্রোন-মিসাইল প্রতিহত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা।
/এআই