Swadhin News Logo
মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পশ্চিম তীরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৭, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
পশ্চিম তীরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা

পশ্চিম তীরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা

দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে দুরা শহরে এক ফিলিস্তিনি ব্যক্তিকে বারবার লাথি মারার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দুই রিজার্ভ সেনাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত দুই সেনা বেকারির কর্মী আবদুল হাদি মাশারাকার কাছে গিয়ে তাকে মাটিতে বসতে বলেন। পরে একজন সৈন্য মোবাইল ফোনে কিছু দেখিয়ে তাকে পরপর কয়েকবার লাথি মারেন, আরেকজন পাশে দাঁড়িয়ে থাকেন।

আইডিএফ জানায়, ঘটনাটি তাদের আচরণবিধি ও মূল্যবোধের পরিপন্থী। ‘এই ধরনের আচরণকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে,’ বলে আইডিএফ-এর এক বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইডিএফ জানায়, সংশ্লিষ্ট দুই সেনাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের রিজার্ভ সার্ভিসও স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সামরিক পুলিশের তদন্ত শুরু হয়েছে।

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতিস্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা বেড়ে যাওয়ার পর থেকে এ ধরনের নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে— যার কিছু আবার আইডিএফ সৈন্যদের নিজেরাই ধারণ করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক