Swadhin News Logo
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার

প্রতিবেদক
Nirob
জুন ৩০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার

যুক্তরাষ্ট্রের কোর ডি’আলেনে, আইডাহোতে আগুন নেভাতে গিয়ে আততায়ীর গুলিতে দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের অগ্নিনির্বাপক কর্মী বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত এক বা একাধিক সক্রিয় শ্যুটার উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে আইন প্রয়োগকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কুটেনাই কাউন্টির শেরিফ।

শেরিফ নরিস বলেন, ‘আমরা জানি না শ্যুটার একজন, দুজন, তিনজন না চারজন। অফিসারদের রিপোর্ট অনুযায়ী, গুলি একাধিক দিক থেকে আসছে।

কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড ইএমএস-এর অডিওতে এক অগ্নিনির্বাপক কর্মী উল্লেখ করেছেন যে এই আগুন সম্ভবত ইচ্ছাকৃতভাবে প্রথম প্রতিক্রিয়াকারীদের (ফার্স্ট রেসপন্ডার) টার্গেট করতে লাগানো হয়েছিল। অর্ধ একর জায়গা জুড়ে শুরু হওয়া এই আগুন এখনও চলমান।

কতজন এই গুলিবর্ষণে আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন, পাহাড়ে থাকা হাইকার ও স্থানীয় বাসিন্দারা এখনও আটকা পড়ে আছেন।

শেরিফ নরিস বলেন, ‘এটি সম্ভবত কয়েকদিনের অপারেশন হতে চলেছে। পরের কয়েক ঘণ্টা খুব কঠিন হতে পারে। আমি আশা করছি কেউ স্পষ্টভাবে লক্ষ্য করে হামলাকারীকে নিষ্ক্রিয় করতে পারবে, কারণ তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না।

তিনি আরও বলেন, হামলাকারীরা ‘আধুনিক স্পোর্টিং রাইফেল’ ব্যবহার করছে।

একাধিক সংস্থা ঘটনাস্থলে তদন্ত করছে। এফবিআই-ও এই সক্রিয় পরিস্থিতিতে ‘ট্যাকটিক্যাল ও অপারেশনাল সহায়তা’ প্রদানের জন্য তাদের ইউনিট পাঠাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো।

কুটেনাই কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং অন্যদের এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছে।

ভিডিও ও ছবিতে দেখা গেছে, আইন প্রয়োগকারী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন। একটি পুলিশ গাড়িকে বাধা পেরিয়ে দ্রুত গতিতে যেতে দেখা গেছে, অন্যরা রাস্তা অবরুদ্ধ করেছে। আইডাহো গভর্নর ব্র্যাড লিটল জনগণকে এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছেন, যাতে পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা তাদের কাজ করতে পারেন।

গভর্নর এক বিবৃতিতে বলেন, ‘আজ উত্তর আইডাহোতে আগুন নেভাতে গিয়ে একাধিক বীর অগ্নিনির্বাপক কর্মী হামলার শিকার হয়েছেন। আমাদের সাহসী ফায়ারফাইটারদের ওপর এই নৃশংস হামলা নিন্দনীয়। আমরা আরও তথ্য জানার অপেক্ষায় আছি, সবাইকে তাদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করতে অনুরোধ করছি’।

এই ঘটনাটি ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়ায় ঘটেছে, যা শহরের পূর্ব পাশে ২৪ একরের একটি পার্ক। এখানে বেশ কয়েকটি হাইকিং ও বাইকিং ট্রেইল এবং ঘন গাছ রয়েছে।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ইরানে ট্রাম্পের হামলা যেভাবে উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করবে

ইরানে ট্রাম্পের হামলা যেভাবে উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করবে

গাজা সিটির বন্দরের নিকটবর্তী ‘আল-বাকা’ ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলা

গাজা সিটির বন্দরের নিকটবর্তী ‘আল-বাকা’ ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলা

ইসরাইলি হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান

ইসরাইলি হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান

ইরানে বিপ্লবী গার্ডের নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ

ইরানে বিপ্লবী গার্ডের নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ

এবার প্রকাশ্যে চবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

এবার প্রকাশ্যে চবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

ধ্বংস হয়নি ইরানের পরমাণু সক্ষমতা, পুনরায় চালু হতে পারে কয়েক মাসেই

ধ্বংস হয়নি ইরানের পরমাণু সক্ষমতা, পুনরায় চালু হতে পারে কয়েক মাসেই

পিটিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন শায়খ আহমাদুল্লাহ

পিটিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন শায়খ আহমাদুল্লাহ

ঠিকাদারি নিয়ে দ্বন্দ্ব, সাবেক উপজেলা চেয়ারম্যানকে মারধর

ঠিকাদারি নিয়ে দ্বন্দ্ব, সাবেক উপজেলা চেয়ারম্যানকে মারধর

আকাশরক্ষায় ব্যর্থ ইসরাইল, ইরানের ক্ষেপণাস্ত্রে ৩ গুণ নিখুঁত আঘাত

আকাশরক্ষায় ব্যর্থ ইসরাইল, ইরানের ক্ষেপণাস্ত্রে ৩ গুণ নিখুঁত আঘাত

বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি

বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি