Swadhin News Logo
বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারে ধাক্কা ট্রাকের

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৮, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ
ভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারে ধাক্কা ট্রাকের

ভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারে ধাক্কা ট্রাকের

ভারতে জয়পুর-আজমের জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্য়াঙ্কারটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ট্যাঙ্কারে। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে।

জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাঙ্কারের চালকসহ দুই থেকে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জয়পুরের চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকরী যানবাহনের চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা এবং ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছেছে এবং হাইওয়ের ট্রাফিক বন্ধ রাখা হয়েছে। এদিকে, ট্রাকগুলোর চালক ও ক্লিনার নিখোঁজ রয়েছেন। পুলিশ ও প্রশাসন তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

সূত্র: এনডিটিভি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক