Swadhin News Logo
বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যশোরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৯, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
যশোরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

যশোর করেসপনডেন্ট:

যশোরে দু’পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের ছয়জন। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চঞ্চল গাজী ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে। তার স্বজনরা জানান, প্রতিবেশী রবিউল ও‌ বেলাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা চোর সিন্ডিকেট চালায়। আজ সকালে রবিউল একজনকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক লেনদেন করছিলো। এসময় চঞ্চলের বাবা মধু গাজী বাধা দেন। এ নিয়ে তর্ক শুরু হলে সেখানে চঞ্চল ও তার ভাই তুহিন আসেন। এসময় রবিউল, তার ছেলে মুন্না ও ভাই বেলালসহ লোকজনকে ডেকে আনেন। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুপক্ষের সাতজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিলো। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিপক্ষ রবিউল ইসলামের দাবি, তিনি ইন্টারনেট ব্যবসায়ী পিয়াসের সঙ্গে লাইনের সমস্যা নিয়ে কথা বলছিলেন। এ সময় মধু গাজী এসে গালিগালাজ ও চর থাপ্পড় মারতে শুরু করেন। এরপর গোলযোগের সূত্রপাত হয়। তিনি প্রতিবেশী সাদ্দামের বাড়িতে ঢুকে পড়েন। এসময় সাদ্দাম ধারালো অস্ত্র নিয়ে বের হয় মারপিটে জড়িয়ে পড়েন। এরপর আমি অজ্ঞান হয়ে যাই।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন জানান, কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ হত্যায় অভিযুক্ত তিনজনসহ উভয় পক্ষকে হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক