Swadhin News Logo
শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সড়কে মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ 

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১০, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
সড়কে মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ 

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বার–চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে যোগ দেন এলাকাবাসীরাও।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় তিনি এ প্রতিবাদ করেন।

স্থানীয়রা জানান, দেবীদ্বার–চান্দিনা শুধু দুইটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ভাঙা আর গর্তে ভরা এই সড়ক অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। এতে দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা–যাওয়া করে। কয়েক দিন আগে এই রাস্তায় একজন মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন—মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবীদ্বারের রাস্তা–ঘাট এত খারাপ যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন—তাতে যদি কিছু হয়।

এরআগে,

/এসআইএন

সর্বশেষ - আন্তর্জাতিক