Swadhin News Logo
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, একজনের কারাদণ্ড 

প্রতিবেদক
Nirob
জুন ৩০, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, একজনের কারাদণ্ড 


মৌলভীবাজার করেসপনডেন্ট:

মৌলভীবাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন।

আজ সোমবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বাজার মৎস্য আড়ৎ একালায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ এই মাছ বিক্রির অপরাধে হাতেনাতে আটক একজনকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত হয় এই অভিযান। এ সময় ‘অপূর্ব মৎস্য আড়তে’ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের বিশাল মজুত পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মো. টিটু মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে দোষ স্বীকারের করলে অভিযুক্ত ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৩ লঙ্ঘনের অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে, জব্দকৃত ২৫৮ কেজি মাছের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় উপজেলা প্রশাসন।

/এএইচএম





Source link

সর্বশেষ - আন্তর্জাতিক