আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
তার মতে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনও সংশয় নেই। সব বাধা ও সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনেক বছর পর সত্যিকারের ভোট দেখা যাবে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বলেছেন, শেখ হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা শুরু করেছে।
জুলাই সনদের বিষয়ে তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অধিকাংশ ক্ষেত্রে সমঝোতা হয়েছে। রাজনৈতিক দলগুলো ধৈর্য ও পরিপক্বতার পরিচয় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রেস সচিব।
/এমএন