Swadhin News Logo
শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পদত্যাগের ৪ দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন লেকর্নু

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১১, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
পদত্যাগের ৪ দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন লেকর্নু

পদত্যাগের ৪ দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন লেকর্নু

নিয়োগের মাত্র কয়েক সপ্তাহের মাথায় সোমবার (৬ অক্টোবর) পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তবে দিন চারেক যেতে না যেতেই লেকোর্নুকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এই সিদ্ধান্তে রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল ফ্রান্সে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

শুক্রবার রাতের দিকে এ ঘোষণা দেন ম্যাকরন। এর কয়েক ঘণ্টা আগেই তিনি এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন—তবে চরম ডানপন্থী ও বামপন্থী দলগুলোর নেতারা এতে অংশগ্রহণ করেননি।

লেকোর্নুর ফেরার বিষয়টি ছিল বেশ চমকপ্রদ। মাত্র দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন, তিনি ‘এই পদটির পেছনে ছুটছেন না’ এবং তার ‘মিশন শেষ’। এমন মন্তব্যের পর আবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ইস্যুতে অস্থির পরিস্থিতি চলছে ফ্রান্সের রাজনৈতিক মহলে।

তবে, এখনও নিশ্চিত নয়, তিনি সরকার গঠন করতে পারবেন কি না। তবে সময় যতো যাচ্ছে, তার ওপর চাপ ততই বাড়ছে—আগামী সোমবারের (১৩ অক্টোবর) মধ্যেই তাকে সংসদে আগামী বছরের বাজেট উপস্থাপন করতে হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফ্রান্স-২৪।

দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক দিনের আলোচনা-পর্যালোচনার পর লেকোর্নুর প্রত্যাবর্তন একপ্রকার অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত হিসেবেই এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: ফ্রান্স-২৪, আল জাজিরা, বিবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক