Swadhin News Logo
সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইউক্রেন কেবল রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে: জেলেনস্কি

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৩, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
ইউক্রেন কেবল রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে: জেলেনস্কি

ইউক্রেন কেবল রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ কেবলমাত্র রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ক্রেমলিনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই মন্তব্য করেন তিনি।

রোববার (১২ অক্টোবর) জেলেনস্কি বলেন, ওয়াশিংটনের দেয়া অস্ত্র ব্যবহার হবে ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’। ওই দিনই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কথা বলেন এবং আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প পরে সাংবাদিকদের জানান, তিনি কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা করছেন। তবে ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা জানতে চান।

টমাহকের সর্বোচ্চ পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার, যা ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার সুযোগ দিতে পারে। এই সম্ভাবনায় ক্রেমলিন চরম উদ্বেগ প্রকাশ করেছে।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে, কারণ উত্তেজনা চারদিকে বাড়ছে। ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে—এ বিষয়টিও রাশিয়া উপেক্ষা করতে পারে না।’

রাশিয়ার চলমান হামলায় উদ্বেগ প্রকাশ করে জেলেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে ৩,১০০টিরও বেশি ড্রোন, ৯২টি ক্ষেপণাস্ত্র এবং ১,৩৬০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক