Swadhin News Logo
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

আখাউড়ায় পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Nirob
জুন ৩০, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
আখাউড়ায় পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা


আখাউড়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর ভরাটের দায়ে মো. বসির মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯জুন) দুপুরে পুকুর ভরাটের বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলার ধরখার এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় পুকুর ভরাটের সত্যতা পাওয়া গেলে মো. বসির মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(৮) ধারা অনুযায়ী বসির মিয়া নামের ওই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনও কাজের বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষিজমির টপ সয়েল কর্তন করলে উপজেলা প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

/এএইচএম





Source link

সর্বশেষ - আন্তর্জাতিক