সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:
ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। নিহত পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে ঝলসে যায় বহু যাত্রী।
জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে জয়সলমের থেকে যোধপুরগামী একটি যাত্রীবাহী বাস থাইয়াত সামরিক ঘাঁটির সামনে পৌঁছলে হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু বোঝার আগেই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। আতঙ্কিত যাত্রীরা জানলা ভেঙে লাফিয়ে নামতে শুরু করেন। অনেকেই রাস্তায় পড়ে গুরুতর আহত হন, কেউ বা আগুনে পুড়ে মারা যান।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা সদস্যরা। উদ্ধারকাজে নামেন তারা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দমকল বাহিনীর কয়েকটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাসে অন্তত ৫৭ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরই চালক ও সহকারী বাইরে বেরিয়ে এসেছিলেন বলেও জানা গেছে। ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে বলেন, জয়সলমিরের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রত্যোক নিহতের পরিবার ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেয়া হবে।
এদিকে রাজ্য প্রশাসনও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা, ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দমকলের কর্মীরা বলছেন, সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত প্রয়োজন। এই মর্মান্তিক ঘটনায় রাজস্থানের মানুষের মধ্যে গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
/এটিএম