বরগুনার তালতলী উপজেলায় ছয় বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাননুর আক্তার। সে ওই গ্রামের বাসিন্দা দুলাল খানের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম হাবিব খান (২৭)। তিনি দুলালের ছোট ভাই ও নাহিলের চাচা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির কাছেই একটি দোকান থেকে রুটি কিনতে যায় শিশু তাননুর আক্তার। এসময় মাদকাসক্ত চাচা হাবিব খান লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠালে, পথেই মারা যায় শিশুটি। এ ঘটনায় ভাইয়ের নামে মামলা করে তাননুরের বাবা দুলাল খান। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, ঘাতক হাবিব ভয়াবহ মাদকাসক্ত। ২০১৫ সালে বড় ভাইর প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করে। সেই মামলায় সাত বছর সে কারাভোগও করে। এবার দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তানকে হত্যা করলো।
/এমএইচ