Swadhin News Logo
মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

প্রতিবেদক
Nirob
জুলাই ১, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।

এখনও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তব্যরত উদ্ধারকর্মীরা। শ্রমিকদের উদ্ধার করতে যোগ দিয়েছে দুই শতাধিক উদ্ধারকর্মী।

সোমবার (৩০ জুন) স্থানীয় সময় সকালে, সিগাচি কেমিক্যালস নামক কারখানাটিতে বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে যায় কারখানাটির বিভিন্ন অংশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কয়েক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। বের করা হয় ৩১ জনের মরদেহ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বেশ কয়েকজনের। দুর্ঘটনার সময় কারখানাটিতে কমপক্ষে ৯০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের মূল কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, সিনহুয়া।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক