Swadhin News Logo
মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

পূর্বাচলে গোপনে ঘোড়া জবাই, একজনকে কারাদণ্ড

প্রতিবেদক
Nirob
জুলাই ১, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
পূর্বাচলে গোপনে ঘোড়া জবাই, একজনকে কারাদণ্ড


নারায়ণগঞ্জ করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) ভোরের দিকে পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টর এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটক ব্যক্তির নাম ফয়েজ মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া এলাকার হাফিজ মিয়ার ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, পূর্বাচল উপশহরে আনসার বাহিনীর সদস্যরা টহল দেয়ার সময় দেখতে পায়, ১০ নাম্বার সেক্টরের নির্জন প্লটে গোপনে পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। এ সময় আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে দেয়াল টপকে পালিয়ে যায় তারা।

পরে আনসার সদস্যরা ধাওয়া করে ফয়েজ মিয়া নামের একজনকে আটক করে। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয় এবং ফয়েজ মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, চক্রটি দির্ঘদিন যাবত পূর্বাচলের নির্জন স্থানে ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করতো। এখন থেকে এই প্রতারণা নিমূলে প্রশাসন আরও জোরালোভাবে কাজ করবে বলে জানান তিনি।

/এএম





Source link

সর্বশেষ - আন্তর্জাতিক