Swadhin News Logo
মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নির্বাহী প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
Nirob
অক্টোবর ২৮, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
নির্বাহী প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) রাতে পৌরসভা কার্যালয়ে প্রকৌশলীর নিজ কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর মঙ্গলবার শহরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ পৌরসভা পরিদর্শন করেছে। পৌর প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ২৯ কোটি টাকার ড্রেন ও স্ল্যাব নির্মাণ প্রকল্পের চুক্তি সই চলছিল। এ সময় ঠিকাদার কামরুল হাসান মাসুদ অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল, ল্যাপটপ ও ফাইল ছুড়ে মারা ও হাত কেটে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও বলেন, রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পিডিএল’ প্রকল্পটির কার্যাদেশ পেয়েছে— এ কারণেই মাসুদ ক্ষিপ্ত হন।

অভিযোগ প্রত্যাখ্যান করে ঠিকাদার কামরুল হাসান মাসুদ বলেন, বর্তমানে ফেনী পৌরসভায় আমার প্রায় ২ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। বিল উত্তোলনের সময় প্রকৌশলী পিডির নামে দেড় ভাগ ঘুষ দাবি করায় আমি প্রতিবাদ করেছি। 

ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, নির্বাহী প্রকৌশলীকে অফিসে হুমকি ও লাঞ্ছনার অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিষয়টি আমরা কেন্দ্রীয় দফতরকে জানিয়েছি। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না। আইনি পদক্ষেপ নিতে পৌরসভাকে পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পৌরসভায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত