Swadhin News Logo
বুধবার , ২ জুলাই ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরায়েল: ট্রাম্প

প্রতিবেদক
Nirob
জুলাই ২, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ণ
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরায়েল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে ‘প্রয়োজনীয় শর্তে’ রাজি হয়েছে। প্রস্তাবিত এই চুক্তির সময়ে ‘আমরা যুদ্ধ অবসানের জন্য সব পক্ষের সঙ্গে কাজ করব’—ট্রাম্প তার ট্রুথ সোশাল অ্যাকাউন্টে পোস্টে করে এ তথ্য জানান; তবে যুদ্ধবিরতির শর্তগুলোর বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

ট্রাম্প লিখেছেন, ‘কাতার ও মিশর—যারা শান্তি আনার জন্য অত্যন্ত পরিশ্রম করেছে—তারা এই চূড়ান্ত প্রস্তাবটি পেশ করবে। আমি আশা করি, হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু তারা পাবে না— যদি হামাস রাজি না হয় তাহলে পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যাতে ইসরায়েলের প্রায় ১,২০০ মানুষ নিহত হয়। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে গাজায় অন্তত ৫৬ হাজার ৬শ’ ৪৭ জন নিহত হয়েছে।

ট্রাম্পের প্রস্তাবিত এমন দাবির পর হামাস এই যুদ্ধবিরতির শর্তগুলো গ্রহণ করবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্পের এই ঘোষণা আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আগামী সপ্তাহের একটি বৈঠকের আগে, যেখানে ট্রাম্প বলেছেন তিনি ‘অত্যন্ত দৃঢ়’ অবস্থান নেবেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি চান। আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি চান। আমার মনে হয়, আগামী সপ্তাহেই আমরা একটি চুক্তি করতে পারবো।’

মঙ্গলবার (১ জুলাই) ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

এর আগে, গত সপ্তাহে, হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছিলেন, মধ্যস্থতাকারীরা গাজায় নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করতে চেষ্টা বাড়িয়েছে, তবে ইসরায়েলের সঙ্গে আলোচনা এখনও স্থবির রয়েছে।

অন্যদিকে ইসরায়েল বলছে, হামাস সম্পূর্ণরূপে ধ্বংস হলেই কেবল এই সংঘাত শেষ হতে পারে। তবে, হামাস দীর্ঘদিন ধরে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

গাজায় এখনও প্রায় ৫০ ইসরায়েলি জিম্মি আটক রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ইরান যুদ্ধ : ট্রাম্পের বক্তব্যে হতাশ নেতানিয়াহু

ইরান যুদ্ধ : ট্রাম্পের বক্তব্যে হতাশ নেতানিয়াহু

ইসরাইলে আবারো হামলা চালিয়েছে ইরান

ইসরাইলে আবারো হামলা চালিয়েছে ইরান

বরগুনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২০

বরগুনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২০

গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ

ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ

ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু

ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু

রহস্যময় আদম পাহাড় ও হযরত আদম (আ:) এর পদচিহ্ন।

রহস্যময় আদম পাহাড় ও হযরত আদম (আ:) এর পদচিহ্ন।

পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি

পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি

যে সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি, সেটি জনগণের নয়: নাহিদ ইসলাম

যে সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি, সেটি জনগণের নয়: নাহিদ ইসলাম

আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে শক্তি প্রদর্শন করেছে: খামেনি

আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে শক্তি প্রদর্শন করেছে: খামেনি