দুর্বৃত্তের গুলিতে আহত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে নেতাকর্মীদের ব্যাপক ভিড় জমেছে। নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এরশাদ উল্লাহ। সেখানে চট্টগ্রাম মহানগর ও জেলার বিএনপি নেতারা একে একে ভিড় করছেন। হাসপাতালে ভর্তি করানোর পর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন। নেতাকর্মীদের ভিড় সামলাতে বেগ পেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এক পর্যায়ে সেখানে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা বলেন, ‘বায়েজিদে গণসংযোগে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে দুর্বৃত্তরা গুলি করেছে। তার শরীরেও গুলি লেগেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ আছেন। বর্তমানে শঙ্কামুক্ত।’
এর আগে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন খন্দকার পাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগে একদল দুর্বৃত্ত গুলি ছোড়ে। এতে এরশাদ উল্লাহসহ তিন জন গুলিবিদ্ধ হন। বাকি দুই জন হলো- সরওয়ার হোসেন বাবলা ও শান্ত। তারা যুবদলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সরওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে হাসপাতালে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ একাধিক নেতৃবৃন্দ। এ সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘একটি চক্র নির্বাচনকে বানচালের জন্য এ ধরনের হীন কর্মকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।’
সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘নির্বাচনি গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে বিএনপি এরশাদ উল্লাহসহ তি নজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে সরওয়ার বাবলা নামে একজন নিহত হন। এরশাদ উল্লাহসহ বাকি দুই জন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
















