জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারের দুই উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রকল্প হলো স্বাস্থ্য উপদেষ্টা। তিনি না স্বাস্থ্য বোঝেন, না জনগণের কষ্ট বোঝেন। তিনি বোঝেন, কোন জেলা থেকে কিস্তি তুলবেন, কোন ওষুধ বিক্রি করলে বেশি মুনাফা হবে। তার ব্যর্থতার দায় আমাদের দীর্ঘদিন বইতে হবে।’
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার প্রতিও অসন্তোষ প্রকাশ করে হাসনাত বলেন, ‘জুলাইযোদ্ধাদের পাওনা মেটাতে নানা প্রটোকল দেখানো হচ্ছে। যদি দ্রুত পরিশোধ না করা হয়, তবে প্রটোকলে থাকা কালো গ্লাসের গাড়ি থেকে টেনে বের করে পাওনা আদায় করা হবে।’
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চট্টগ্রামে এনসিপির কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি কোরাম দেখি। টিকে থাকতে হলে কোরাম নয়, কর্ম দরকার। একা সফল হতে চাইলেই পতন আসবে। সবাইকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে।’

















