Swadhin News Logo
বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মনোনয়নের পরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চাঁদপুরে নির্বাচনি আমেজ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৬, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
মনোনয়নের পরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চাঁদপুরে নির্বাচনি আমেজ

চাঁদপুরের পাঁচ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর নির্বাচনি আমেজ শুরু হয়েছে। দীর্ঘ সময় নির্বাচনের অপেক্ষায় থাকা পর নেতাকর্মীরা এখন উচ্ছ্বসিত। প্রার্থীরা এলাকায় আসার পর নতুন করে শুরু করেছেন প্রচারণা। নানা কর্মসূচির মাধ্যমে মাঠে রয়েছেন প্রার্থীরা।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি নিজ উপজেলার উজানি মাদ্রাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (র.)-এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কাজ শুরু করেন। কচুয়া আসলে তাকে শত শত নেতাকর্মী স্বাগত জানান।

মিলন বলেন, ‘কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।’

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। তিনি মতলবে আসার পর নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ। তিনি বুধবার (৫ নভেম্বর) দুপুরে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। মনোনয়ন ঘোষণার আগ থেকেই শেখ ফরিদ আহমেদ নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আল্লাহর পর দেশনেত্রী খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মনোনয়ন চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে। হাইমচর বাদ দিয়ে সদর ও পৌরসভায় ৪ লাখ ১৫ হাজার ভোট। জয় পরাজয় আপনাদের হাতে। আজ থেকে চূড়ান্ত প্রচারণা শুরু।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, কেউ ফাঁকি দেবেন না। তা না হলে আমরা চূড়ান্ত ফসল ঘরে তুলতে পারবো না। সবাই মাঠে এখনও নামেননি, মাত্র আড়াই বা তিন হাজার নেতাকর্মী মাঠে রয়েছে। সবাইকে মাঠে নামতে হবে। জনগণ বিভ্রান্ত হয় এমন কাজ করা যাবে না। মনোনেয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে। চাঁদপুরে যোগ্য ব্যক্তিরাই ধানের শীষের জন্য মনোনেয়ন চেয়েছেন। যারা মনোনেয়ন পাননি, তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করবো। আপনাদের সঙ্গে আমি জীবনের শেষটুকু সময় পর্যন্ত থাকতে চাই।’

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নির্বাচনি এলাকায় আসেন। তিনি নিজ এলাকার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তিনিও ধানের শীষের বিজয় নিশ্চিত করে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি মনোনয়ন পেয়েছেন এমন ঘোষণায় উচ্ছ্বসিত তার অনুসারী নেতাকর্মীরা।

এদিকে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন জেলার ৫ আসনে কয়েক মাস আগেই প্রার্থী ঘোষণা করেছে। এই দুই দলের প্রার্থীরা মাঠ পর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তবে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পরই পুরো জেলা জুড়ে নির্বাচনি আমেজ শুরু হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক