ভারত সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবি বাড়তি টহল দিচ্ছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। সেই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে পুরোপুরি সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে আমাদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘আমাদের পোস্ট বা অন্য কোনও জায়গা দিয়ে যদি জাল টাকা আসা-যাওয়া করে, সেটি আমরা প্রতিরোধ করবো। এ বিষয়ে আমাদের পোস্টগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।’
















