বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক ‘জুলাইযোদ্ধা’ নিহত হয়েছেন। শুক্রবার (৭নভেম্বর) দুপুরে উপজেলার তেলিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান জানান, নিহত লাদেন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা। তার দাফনে উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিল্টন আহমেদ লাদেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের কামারু গ্রামের প্রবাসী আবদুর রশিদের ছেলে। গত বছরের জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাই তাকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। লাদেন শুক্রবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দুপচাঁচিয়া সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া ছেড়ে আসা নওগাঁগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা লাদেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় নিহত
‘জুলাইযোদ্ধার’ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও এর চালককে শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

















