রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন ও পরে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (২৫), একই গ্রামের মিলনের ছেলে মারুফ (১৮) ও এসকে বাদাল গ্রামের (১৪ মাথা) আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। এ সময় শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তুহিন ও শিমুলের মৃত্যু হয়। আর মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, তিন জনের মৃত্যু হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

















