চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ওসি বদলি করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, পুলিশ পরিদর্শক মোস্তফা আহমদকে বন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বন্দর থানার ওসি আফতাব উদ্দিনকে বাকলিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটে পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আমিনুল উল রশিদ।

















