Swadhin News Logo
রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসা চেয়ে ময়মনসিংহ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৯, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসা চেয়ে ময়মনসিংহ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি

ডেঙ্গু রোগীর যথাযথ চিকিৎসার দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে জেলা সিপিবির নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার সকালে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌসের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাতসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, সারা দেশের পাশাপাশি ময়মনসিংহ নগরে ডেঙ্গুর বিস্তার বেড়েছে। নগরের বিভিন্ন মহল্লায় প্রতিদিন অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে মৃত্যুবরণও করছেন। আমরা বিশ্বাস করি, এই দুর্যোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সেবার সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, এমনিতেই সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগীর ভিড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে। অনেক রোগী ভর্তি করা যাচ্ছে না, আবার রোগী ভর্তি হওয়ার পরও ওয়ার্ড এবং সিট না থাকায় হাসপাতাল থেকে রোগী ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। জটিলতা দেখা দিলে সরকারি হাসপাতাল ছাড়া ময়মনসিংহে ডেঙ্গু রোগের চিকিৎসার যেহেতু আর কোনও সুযোগ নেই, সেহেতু হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে নাগরিক হতাশা প্রকট হচ্ছে। এ অবস্থায় হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড স্থাপন করে যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত