গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। এখন পর্যন্ত রাজনৈতিক কোনও দলের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। তবে রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবো।’
গণভোটের বিষয়ে নুর বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তাই তফসিলের আগে গণভোট আয়োজনের বাস্তবতা নেই। আমরা চাই জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট হোক। তবে অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি ও আইনি ভিত্তি দিতে হবে।’
রবিবার (৯ নভেম্বর) বিকালে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘আমরা চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও সংঘাতমুক্ত একটি দেশ চাই। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন আন্দোলন করেছে, আগামীতে তাদেরই সুযোগ দিতে হবে। নতুন দেশ গড়তে গণঅভ্যুত্থানের ছাত্র-জনতাকেই সিদ্ধান্ত নিতে হবে, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন তারা।’
এ সময় গাইবান্ধা-৩ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মো. সুরুজ্জামান সরকারের নাম ঘোষণা করেন নুর। তিনি বলেন, ‘সুরুজ্জামান সৎ ও যোগ্য প্রার্থী। নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।’
উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘সুযোগ পেলে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বালাসিঘাটে টানেল নির্মাণসহ যোগাযোগ, কৃষি ও অর্থনৈতিক খাতের উন্নয়ন ঘটানো হবে। রংপুর সুগার মিল, পাটকলসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে।’
জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফ। এতে আরও বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি এস.এস. মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।

















