Swadhin News Logo
সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নিখোঁজের পরদিন কচুরিপানার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
নিখোঁজের পরদিন কচুরিপানার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কচুরিপানার ভেতর থেকে মিলন আকন্দ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পরদিন সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোদকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের একটি নালার কচুরিপানা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিলন আকন্দ তরফজাহান গ্রামের দুলা আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় এক যুবক লাশটি দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন পরিবারকে জানালে স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, কৃষিকাজে যুক্ত মিলন প্রায়ই এলাকার মানুষের সুপারি গাছে উঠে সুপারি পাড়িয়ে দিতেন। লাশের পাশেই পাওয়া গেছে বেশ কিছু সুপারি এবং গাছে ওঠায় ব্যবহৃত রশি। তাদের ধারণা, রাতে সুপারি পাড়তে গাছে ওঠে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, মিলন কখনও চুরির সঙ্গে জড়িত ছিলেন না। রবিবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশের নালায় লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তারা পাশের সুপারি বাগান ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, ‘কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাশের পাশে সুপারি ও গাছে ওঠার রশি পাওয়া গেছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক