১৯৫৩ সালে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে প্রথম যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল (কেপিএম)। ৭০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল এতদিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ তৈরির কারখানা কর্ণফুলি পেপার মিলসের। অনেক দিন পর কারখানাটির শ্রমিক ও কর্মচারীদের এমন ব্যস্ততা বেড়েছে।
কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে মোট ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার পেয়েছি। যার মধ্যে ১৭৮.০০৯ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট আরও ৭৩৬ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে সরবরাহ করা হবে। যার বাজার মূল্য ১১.১১ কোটি টাকা।
তিনি আরও জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৫ হাজার মেট্রিক টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০-৪৫ কোটি। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে।
নির্বাচন কমিশন, বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮শ ৯৪ মেট্রিক টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ মে. টন।

















