Swadhin News Logo
মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপির সমাবেশে সরকারি কর্মকর্তা, বললেন ‘১৭ বছর জেগে স্বপ্ন দেখছেন আমাদের নেতা’

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১১, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
বিএনপির সমাবেশে সরকারি কর্মকর্তা, বললেন ‘১৭ বছর জেগে স্বপ্ন দেখছেন আমাদের নেতা’

বিএনপির কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী নির্বাচনে নেতা বেছে নিতে ভুল না করার আহ্বান জানিয়েছেন জামালপুরের মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সরকারি কর্মকর্তা হয়ে একজন নির্বাহী কর্মকর্তার এ ধরনের বক্তব্যকে চাকরিবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা।

রবিবার বিকালে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সেদিন তার দেওয়া বক্তব্যের ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সোমবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সমাবেশে প্রধান অতিথি হিসিবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার (শামীম) উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশে অংশ নেওয়ার ভিডিও বক্তব্য ও কিছু ছবি পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান নিজের ফেসবুকে পোস্ট করেন। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ (১) ও ৫ (২) অনুযায়ী, কোনও সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনও রাজনৈতিক দল বা সংগঠনের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না।

ভিডিওতে মেলান্দহ পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে বলতে শোনা যায়, ‘প্রথমেই আমাদের বুঝতে হবে। নেতা কী এবং নেতা কাহাকে বলে? নেতা হচ্ছেন তিনিই, যিনি নিজে স্বপ্ন দেখেন এবং তার কর্মীদের স্বপ্ন দেখান। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে সবাইকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। স্বপ্ন মানুষ দুইভাবে দেখেন, একটি হলো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। আবার কিছু কিছু মানুষ স্বপ্ন দেখেন জেগে। যাকে আমরা ভিশন বলি। আমরা এমন একজন নেতাকে পেয়েছি। যিনি কখনও ঘুমিয়ে স্বপ্ন দেখেননি। তিনি ১৭ বছর এই সরিষাবাড়ীবাসীর জন্যে জেগে জেগে স্বপ্ন দেখেছেন। সরিষাবাড়ীবাসী কী পাবেন এবং তাদের সাফল্যের চূড়ান্ত শিখরে নেওয়া যাবে, সেই স্বপ্ন দেখার জন্যে নিজেকে নিয়জিত রেখেছিলেন।’

বক্তব্যের একপর্যায়ে মো. মনিরুজ্জামান বলেন, ‘১৭ বছর যিনি স্বপ্নে বিভর ছিলেন। আর আকস্মিক একজন এসে মাঠজুড়ে বলবেন, আমি আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দেবো। আর আপনি সেটাকে বিশ্বাস করে নেবেন। আমরা কী এতই বোকার রাজ্যে বসবাস করি। অবশ্যই না, আমরা এতটা বোকার রাজ্যে বসবাস করি না। যিনি আমাদের স্বপ্ন দেখান—একটি ভিশন, একটি লক্ষ্য ও একটি উদ্দেশ্যে। আমরা সেই নেতাকে চাই। যে নেতা তার দলের কর্মীদের জন্য কাঁদেন, যে নেতা কর্মীদের জন্যে ব্যথিত হন। আমরা সেই নেতাকে বেছে নিতে চাই। এখানে যারা উপস্থিত আছেন। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই আগামী নির্বাচনে নেতা বেছে নিতে ভুল করবেন না। যারা ইতিমধ্যে বেইমানি ও বিশ্বাসঘাতকা করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সামনে আসিতেছে শুভদিন।’

এ বিষয়ে জানতে মো. মনিরুজ্জামানের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হয়। কিন্তু তিনি ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। এরপর ফোনটি বন্ধ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস এম আলমগীর বলেন, ‘গতকাল তিনি (মনিরুজ্জামান) পৌরসভায় আসেননি এবং কোনও ছুটিও নেননি। সত্যি কথা বলতে, তিনি পৌরসভায় নিয়মিত অফিস করেন না। তার মতো করেই অফিসে আসেন এবং চলেও যান। আমাকেও কিছুই জানান না। কর্মী সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিওটি আমি দেখেছি। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কোনোভাবেই এটা করতে পারেন না। ইতিমধ্যে বিষয়টি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। আমরা অফিশিয়ালি জানানোর প্রস্তুতি নিচ্ছি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান, ভিডিও প্রকাশ

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান, ভিডিও প্রকাশ

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুদ্ধে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শিশু প্রতিবন্ধী ও মানসিকভাবে বিপর্যস্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যুদ্ধে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শিশু প্রতিবন্ধী ও মানসিকভাবে বিপর্যস্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদের’ পালক বাবা-মায়ের হামলায় ৩ পুলিশ আহত

বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদের’ পালক বাবা-মায়ের হামলায় ৩ পুলিশ আহত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা দেওয়া হবে

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা দেওয়া হবে

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার চাপা, প্রাণ গেলো একই পরিবারের চারজনের

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার চাপা, প্রাণ গেলো একই পরিবারের চারজনের

মুন্সীগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, শুটার মান্নানের পর হৃদয় বাঘের মৃত্যু

মুন্সীগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, শুটার মান্নানের পর হৃদয় বাঘের মৃত্যু

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক আনতে গিয়ে বিপুল খাদ্যসামগ্রীসহ আটক ১০

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক আনতে গিয়ে বিপুল খাদ্যসামগ্রীসহ আটক ১০

আফ্রিকার পর সুইডেনে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স

আফ্রিকার পর সুইডেনে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স