আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়িয়েছে সেনা টহল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপি কমিশনার জুলফিকার আলি হায়দার বলেন, ১৩ নভেম্বর পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বিধান ও অস্তিত্বিশীলতা সৃষ্টির তৎপরতা দমনের লক্ষ্যে দুই দিন আগেই পুলিশের টহল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লকডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এটিকে ঘিরে ইতিমধ্যে ঢাকার কয়েক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাই সতর্কতা হিসেবে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

















