Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যাত্রী সেজে ভাড়ায় নিয়ে অটোরিকশায় আগুন দিলো ২ যুবক

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৩, ২০২৫ ১:২৫ পূর্বাহ্ণ
যাত্রী সেজে ভাড়ায় নিয়ে অটোরিকশায় আগুন দিলো ২ যুবক

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুই যুবক। এতে অটোরিকশার পেছনের অংশ পুড়ে গেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে লিংক রোডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অটোরিকশায় আগুন দেওয়া ওই দুই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক সাইনবোর্ড যাওয়ার কথা বলে চাষাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ১২০ টাকায় ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাদের সঙ্গে আরও একজন উঠবেন বলে চালককে থামাতে বলেন। এ সময় ফোনে কথা বলার অজুহাতে অটোরিকশা থেকে নেমে নিচে দাঁড়ান ওই দুই যুবক। পরে তারা কৌশলে অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যান। এর কিছুক্ষণ পর চালক অটোরিকশার পেছনের দিকে তাকিয়ে দেখেন আগুন জ্বলছে, আর আশেপাশে যাত্রীরা নেই।

পরে স্থানীয়দের সহযোগিতায় চালক অটোরিকশার আগুন নেভান। কিন্তু ততক্ষণে অটোরিকশার ছাউনি আর পেছনের আসনটি পুড়ে গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, যাত্রী সেজে দুই যুবক কৌশলে সিএনজিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। আগুন দেওয়া ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক