কুষ্টিয়ার মিরপুরে কাজে যাওয়ার সময় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ও বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের শাহাবুলের স্ত্রী বিউটি খাতুন (৪০); একই উপজেলার যুগীপোল গ্রামের মৃত নান্নুর স্ত্রী লতিফা (৬৫)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক। তারা হলেন– তাসলিমা খাতুন (৪৫) এবং রিতা খাতুন (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ৪ জন নারী শ্রমিক ভ্যানে করে স্থানীয় গ্লাস ফ্যাক্টারিতে কাজের জন্য যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের বহনকারী ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শ্রমিকরা সড়কের ওপর পড়ে আহত হন। তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লতিফা নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

















