ফেনীতে নাশকতার পরিকল্পনার সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের মহিপাল এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক ছয় জন হলেন– নোয়াখালীর বসুরহাট এলাকার আরিফ হোসেন (১৯); একই এলাকার আমির হোসেন জিহাদ (১৯); ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর এলাকার আবুল হোসেন শান্ত (১৯), দাগনভূঞা উপজেলার জগতপুর এলাকার নাদিমুর রহমান তাসিফ (১৯), সোনাগাজীর উত্তর চর মজলিশপুর এলাকার জহিরুল ইসলাম রিফাত (১৯) এবং একই এলাকার শাহাদাত হোসেন (১৯)।
তারা পেশায় রঙমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, গাড়িচালক ও ফার্নিচারকর্মী হিসেবে কাজ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা মহিপাল এলাকায় সন্দেহজনক অবস্থায় ছয় জনকে আটক করেন। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটক আরিফ হোসেনের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছেলে আমার সঙ্গে ইলেকট্রিকের কাজ করে। বুধবার রাত ১০টার দিকে ফোনে জানায়, বন্ধুর জন্মদিনে ফেনীতে আছে। সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবে আমি বিএনপির কর্মী হিসেবে মাঝেমধ্যে দলীয় কর্মসূচিতে যাই।’
আটক জহিরুল ইসলাম রিফাতের বাবা মো. মফিজ বলেন, ‘আমি রিকশা চালিয়ে জীবিকা চালাই। ছেলে কোনও রাজনীতি করে না। সে দাগনভূঞার পাকিস্তান বাজারের একটি ফার্নিচারের দোকানে নকশার কাজ করে। আমরা খেটে খাওয়া মানুষ– রাজনীতি বুঝি না।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আটকদের মোবাইল ফোনে মিছিলের কিছু ছবি পাওয়া গেছে। নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

















