Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গোপালগঞ্জে গণপূর্ত ভবন ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৩, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
গোপালগঞ্জে গণপূর্ত ভবন ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গোপালগঞ্জ শহরের গণপূর্ত ভবনের সামনে রাখা একটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। এ সময় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ হয়। বুধবার দিবাহত গভীর রাতে এসব ঘটনা ঘটে।

গণপূর্ত বিভাগের কর্মচারী নাসির উদ্দিন বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে নৈশপ্রহরীর চিৎকারে ঘুম ভাঙে। বাসা থেকে বের হয়ে দেখি ভবনের সামনে রাখা পিকআপে আগুন জ্বলছে। গাড়ির চারপাশে ও সড়কজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা পেপসির বোতলে ভরা পেট্রোল ছুড়ে মেরেছে। একটি বোতল অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যার ভেতরে এখনও পেট্রোল রয়েছে। আশেপাশে ভাঙা কাঁচ ও জ্বালানির গন্ধ পাওয়া গেছে।’

এদিকে, গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। রাত ৩টা থেকে ৪টার দিকে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে খবর পাই, গণপূর্ত ভবনের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ছাড়া সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছিল, যা আমরা তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলেছি।’

বৃহস্পতিবার শহরের লঞ্চঘাট এলাকায় দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে এবং শহরের বিভিন্ন প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, আগের দিনের তুলনায় যাত্রীসংখ্যা অনেক কম।

গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়ের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ইমাদ পরিবহনের কাউন্টার সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতি ১০ মিনিট অন্তর বাস ছাড়লেও সকাল থেকে মাত্র তিনটি বাস গোপালগঞ্জ থেকে ছেড়ে গেছে। দূরপাল্লার বাসও সীমিত আকারে চলাচল করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

অন্যদিকে, গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার উলপুরে অবস্থিত ব্যাংকটির একটি শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী বলেন, ‘রাত ২টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তাকর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়। ব্যাংকটির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘রাত ২টার দিকে কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে উলপুর গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ প্রক্রিয়া চলমান।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

ট্রাম্প যদি শান্তিতে নোবেল পুরস্কার চান তাহলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে: ম্যাকরন

ট্রাম্প যদি শান্তিতে নোবেল পুরস্কার চান তাহলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে: ম্যাকরন

Absolute Confidentiality Thanks To Cloud Systems. 🔥 CA   Join Now

Absolute Confidentiality Thanks To Cloud Systems. 🔥 CA Join Now

রংপুরে ৫ মাসের শিশুকে হত্যা, মা-বাবা ও দাদি আটক

রংপুরে ৫ মাসের শিশুকে হত্যা, মা-বাবা ও দাদি আটক

বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

‘জবাব আরও ভয়ংকর হবে’, আমেরিকার হানার পরই রণহুংকার ইরানের

‘জবাব আরও ভয়ংকর হবে’, আমেরিকার হানার পরই রণহুংকার ইরানের

গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

৪৯টি মণ্ডপে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে, আটক ১৯: র‍্যাব মহাপরিচালক

৪৯টি মণ্ডপে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে, আটক ১৯: র‍্যাব মহাপরিচালক

মহাসড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

মহাসড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন, তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকায় নতুন যুগের সূচনা

‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন, তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকায় নতুন যুগের সূচনা