কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ধামরাইয়ে একটি মশালমিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও থানা পুলিশ বলছে, এমন কোনও মিছিলের খবর তাদের জানা নেই।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ মিছিল করা হয়। এতে ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী অংশ নেন। ইতিমধ্যে ফেসবুকে মশালমিছিলের ছবি পোস্ট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল।
তার ফেসবুক আইডিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, মশাল জ্বালিয়ে জড়ো হয়েছেন কয়েকজন নেতাকর্মী। তাদের মুখমণ্ডল অস্পষ্ট করে দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে রুবেল আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সারারাত আমি নিজে রাস্তায় ছিলাম। এ ধরনের কোনও ঘটনার খবর আমরা পাইনি।’

















