Swadhin News Logo
শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৪, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ
পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা

চট্টগ্রাম নগরে পুলিশ দেখে সড়কের ওপর প্রাইভেটকার রেখে পালিয়ে যান চালক। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ চালকবিহীন প্রাইভেটকার এবং ইয়াবা জব্দ করে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ফোর্স নিয়ে মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারকে থামার সিগন্যাল দিলে গাড়িতে থাকা চালক চেকপোস্ট থেকে একটু দূরে গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় সড়কে প্রচুর গাড়ি থাকায় চালককে আটক করা সম্ভব হয়নি। পরে প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেয়।

ওসি আরও জানান, স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ব্রেক ঢালার ভেতর একটি  কালো রঙয়ের ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে ১০টি বড় প্যাকেটের ভেতরে ১০ হাজার পিস করে সর্বমোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।  ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

সর্বশেষ - আন্তর্জাতিক