পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন খোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে।
হামলায় টার্গেট করা হয় সহকারি কমিশনারের সরকারি গাড়ি। গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় ৪ সরকারি কর্মকর্তার। নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম এবং কনস্টেবল রশিদ।
ভয়াবহ এই বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আরও ১৮ জন গুরুতর আহত হয়েছে। তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।
/এমএইচ