‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত চাঁদপুর-৩ আসনের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘৫৩ বছর এ দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যখন কোনও সরকার এককভাবে ক্ষমতায় যায় তখন ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। বিগত দিনের ইতিহাস এটাই। গণঅভ্যুত্থান ২০২৪-এর পর দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে সরকার হয়নি।
‘তাদের তিনটি কাজ ছিল, একটা হলো মৌলিক সংস্কার, আরেকটা দৃশ্যমান বিচার, এরপর লেভেল প্লেয়িং ফিল্ড। একটা বিশেষ দলের নির্বাচনে আগ্রহে তাদের গুরুত্ব দেখেছি। মৌলিক সংস্কার এবং বিচারের বিষয়ে ততটা গুরুত্ব আমরা দেখিনি।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন– দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শেখ জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

















