চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও কাউসার হোসেন (১১)। ফখরুল নোয়াখালীর হাতিয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে। কাউসার পঞ্চগড়ের আবদুল কাদেরের ছেলে। তার পরিবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় থাকে। ফখরুল ইসলাম কিতাব বিভাগের সপ্তম শ্রেণিতে এবং কাউসার হোসেন পঞ্চম শ্রেণিতে পড়ে।
আহতরা হলো– কুড়িগ্রাম জেলার আরমান হোসেন এবং মীরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মুসলিম উদ্দিন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার কয়েকজন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে সেটি সড়কের পাশে ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হয় এবং আর দুজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমিয়া হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই ছাত্র নিহত হয়েছে। আরও দুজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















