কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ব্যানার, লাঠি ও লাইটারসহ ২৯ জনকে আটক করা হয়। একই সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৫ জনকে আটক করে পুলিশ।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। সবাইকে মিছিল ও মিছিলের প্রস্তুতির সময় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার লাঠ ও লাইটার পাওয়া গেছে।’
আইনি ব্যবস্থা শেষে আটকদের কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

















