গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়াও একই উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে (মাটি কাটার যন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরপর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্কটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়ায় এলাকায় অবস্থিত।
গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম জানায়, ভোর ৫টার দিকে গেটে লোকজন না থাকার সুযোগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দ হওয়ায় বাইরে এসে আগুন দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম বলেন, গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আরও অথেনটিক তথ্য নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের ইনচার্জ ইফতেখার রায়হান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদেরকে কেউ জানায়নি। তারপরও খোঁজ নিয়ে দেখছি।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর সাথী আক্তার বলেন, কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে (মাটি কাটার যন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক্সকাভেটরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। সেখানে আমাদের ইন্সপেক্টর খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে। ভোর পৌনে ৫টার গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অবস্থিত।
















