Swadhin News Logo
সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে রাকসু-এনসিপির মিষ্টি বিতরণ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৭, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে রাকসু-এনসিপির মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিষ্টি বিতরণ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন– এনসিপি রাজশাহীর নগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্যসচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতৃবৃন্দ।

এ সময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।’

মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার’ স্লোগান দিতে থাকেন।

রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) অন্যদিকে, একই রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপি নেতারা রায়কে ‘ন্যায়বিচারের প্রতিফলন’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১৭ নভেম্বর) বিকালে রাকসু ভবনের সামনে থেকে এই মিষ্টি বিতরণ শুরু করেন তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা।

সরেজমিন দেখা যায়, রাকসুর ভিপি, জিএসসহ অন্য প্রতিনিধিরা নিজ হাতে শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন। উপস্থিত শিক্ষার্থীরাও হাসিমুখে মিষ্টি খাচ্ছেন।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন শিক্ষক পর্যন্ত সব শ্রেণির মানুষকে শেখ হাসিনা হত্যা করে পালিয়ে গেছেন। এই খুনি হাসিনার বিরুদ্ধে আজকে যে রায় দেওয়া হয়েছে, সেই রায় আমরা চাই যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হোক। দেশের সাধারণ মানুষের জন্য এটি একটি বড় অর্জন হয়ে থাকার পাশাপাশি ইতিহাস হয়ে থাকবে, ইনশাআল্লাহ। এই রায় যেভাবে আমাদের আনন্দিত করছে, এর বাস্তবায়ন আমাদের আরও বেশি আনন্দিত করবে, ইনশাআল্লাহ।’

রাকসু’র জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘১৭ বছরের জমানো আঘাতের রায় আজকে এসেছে। আবরার ফাহাদ, বিডিআর হত্যাকাণ্ড, শাহবাগ কায়েম করা এবং সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড এগুলো এক একটা ক্ষত, যার রায় আজ এসেছে। ১৬ কোটি মানুষের এখন একটাই ডিসিশন, তা শেখ হাসিনার ফাঁসি। আমার ব্যক্তিগত কথা বললে, আমার মতো শত শত পরিবার আছে যাদের নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা চাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করা হোক। ‘

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

কোনও কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে: সিইসি

কোনও কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে: সিইসি

কাতারের মধ্যস্থতায় ৯ মাস পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক

কাতারের মধ্যস্থতায় ৯ মাস পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক

গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

‘ডাইনি’ সন্দেহে ভারতে একই পরিবারের ৫ সদস্যকে পুড়িয়ে হত্যার অভিযোগ

‘ডাইনি’ সন্দেহে ভারতে একই পরিবারের ৫ সদস্যকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ইরান ও ইউরোপের তিন শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক আলোচনা

ইরান ও ইউরোপের তিন শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক আলোচনা

মাছের আঁশ আনছে ডলার, আশার আলো দেখছেন ব্যবসায়ীরা

মাছের আঁশ আনছে ডলার, আশার আলো দেখছেন ব্যবসায়ীরা

মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ ইন

মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ ইন

সরকারকে বলবো, না পারলে দায়িত্ব ছেড়ে দেন: কাদের সিদ্দিকী

সরকারকে বলবো, না পারলে দায়িত্ব ছেড়ে দেন: কাদের সিদ্দিকী

কুমিল্লায় বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল রিয়েল ক্যাপিটা গ্রুপ

কুমিল্লায় বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল রিয়েল ক্যাপিটা গ্রুপ