Swadhin News Logo
সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৭, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ গ্রেমেয়াশচি। সোমবার (১৭ নভেম্বর) জাহাজটি বন্দরে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। জাহাজের কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার। এ সময় আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ স্থানীয় নৌ কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশে।

এর আগে বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস ওমর ফারুক’ ‘গ্রেমেয়াশচিকে আনুষ্ঠানিকভাবে এসকর্ট করে। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়কসহ রাশিয়ার প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন রাশিয়ার কর্মকর্তা ও নাবিকরা। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত স্কুল বিএন আশা’র আলো ও চট্টগ্রামের বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ার ‘গ্রেমেয়াশচি’ জাহাজটি পরিদর্শন করবেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কর্মকর্তা ও নাবিকদের পরস্পরের পেশাগত কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার আদান-প্রদানকে উৎসাহ ও ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করবে এই সফর। ফলে দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আগামী ২১ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে জাহাজটি।

সর্বশেষ - আন্তর্জাতিক