বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন। কোন লোক অসুস্থ, কোন পরিবারে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদী আমলে যে সন্তান হারিয়ে গেছে, সেসব অসহায় পরিবারের দিকে যেন তার চোখ পড়ে আছে। “আমরা বিএনপি পরিবার”-এর মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন।’
মঙ্গলবার দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ‘আমরা বিএনপি পরিবার’-এর সেবামূলক কর্মসূচিতে বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে যখন বের করে দেওয়া হয়, তখন খালেদা জিয়া বলেছিলেন, “আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে।” ম্যাডাম এখনও বেঁচে আছেন, জনগণ বেঁচে আছেন, আমরা গজব দেখছি।
‘যারা বিরোধীদলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন বলে ভেবেছিলেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন, এটি প্রমাণিত।’
আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বক্তব্য দেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মোশারফ হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়।
















